মৃত্যুর মিছিলে সারি বেধে
আছি সবাই দাঁড়িয়ে।
ডাক আসিলে অনিচ্ছাকৃত
দিতে হবে হাত বাড়িয়ে।
ক্ষনিকের বেলা বুজি ঘনিয়ে এলো
রাত্রি হইলো অন্ধকার।
হায়াত রিযিক বুজি ফুরিয়ে গেলো
কবর ডাকছে আমায় বারেবার।
এসেছিনু এভুবনে সন্নিকটে
দিয়ে যাওয়ার আশ্বাস,
স্বার্থের মোহে পড়ে হারাতে
বসেছিনু আজ সে বিশ্বাস।
ঘোর হতে প্রতিনিয়ত ডাকছে আমায়
আসছে সময় তেড়ে,
চলে যাবো একদিন তার ইশারায়
পাঠিয়েছেন যিনি শখ করে।