অফুরন্ত অক্সিজেন দিয়ে রেখেছো
মূল্য দিতে যদি বলো আমায়।
এতো শত হাজার কোটি নিঃশ্বাসের দাম
আমি পাবো কোথায়?
ওহে আল্লাহ তুমি এতো মহান কেনো?
তোমার কুদরত বুঝা বড় দায়।
আমি আমার দিকে তাকিয়ে তোমার কুদরতি পায়ে
সেজদায় অবনত হই,
হাত পা চোখ কান দিয়ে সযতনে আমায় করেছো সৃষ্টি,যার কৃতিত্ত্ব আমার নই।
ওহে রাহমান, তুমি কোন সে মহা জ্ঞানী?
একবার স্বপ্নে দেখা দাও আমায়।
সামান্য পোকার কামড়ে ঝলসে যায়
আমার সব বিলাসিতা পুড়ে যায় বদন।
বিনা দ্বিধায় সুস্থ সবল রেখেছো আমায়
দায় শেষ হবেনা সেজদায় থাকি যদি অনন্ত জীবন।
ওহে গাফফার, তুমি কোন সে দয়াময়!
দু'নয়ন তোমায় একবার দেখতে চায়।
আমার কিঞ্চিৎ নেক আমল দিয়ে জানি
পার হতে পারবোনা পুলসিরাতের পুল।
তোমার অনুগ্রহে যারা পেয়েছে জান্নাত
তাদের সাথে এই অধমকেও করিও সামিল।
ওহে সাত্তার, তুমি সবচেয়ে বড় দয়ালু,
তোমার দয়ার কাছে আমি বড় অসহায়।