এক টুকরো সোনার খনিতে জন্ম আমার,
বিশ্ব মানচিত্রে লেখা নাম বাংলাদেশ।
গর্বিত আমি এদেশের সন্তান,
লড়ে যাবো দেশের তরে জীবনের সর্বশেষ।

আমি শতবার মরিব, আবার বাঁচিব,
এ দেশের মাটি অঙ্গে লুটিব।
আমি বিশ্ব ঘুরিবো,হিমালয়ে ছুটিবো,
এ মাটিতে আবার ফিরিয়া আসিব।

হাঁসি মুখে প্রান,করে গেছে দান,
দুঃসাহসী সোনার ছেলে যারা।
হয়নি পিছুটান,বাঁচাতে মায়ের সম্মান,
ইতিহাস বলে বীরশ্রেষ্ঠ আজো তারা।

মজলুম জননেতা ভাসানীর এই দেশ,
সদায় উন্নত ছিলো যার শির।
মুজিব,জিয়ার আদর্শ লেগে আছে গায়ে,
আছে মোদের হাজারো বিপ্লবী বীর।

আমাদের বীরত্বের ইতিহাস দেখো,
বায়ান্ন থেকে একাত্তরের পাতা খুলে।
সে অকুতোভয় বীরের জাতি আমরা,
বুকের তেজ এক বিন্দুও যায়'নি কমে৷

কামান রাইফেল আর মেশিনগান দিয়ে,
কভু রোখাতে পারেনি আমাদের কেউ৷
অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছি,
ভয় করিনা কভু মরনেও।

তাজা রক্ত দিয়ে কেনা মোদের খাঁটি সোনা,
এমন ইতিহাস আছে কোন দেশে?
হিন্দু, মুসলিম,বৌদ্ধ,খৃস্টান,১৬কোটি মানুষ,
কেউ আসিনি আমরা ভেসে।

স্বাধীনতার জন্য লড়েছি আমরা,
গড়েছি সোনার দেশ।
বুকে আগলে রেখেছি মায়ের মত করে,
আমার সোনার বাংলাদেশ।