পনেরো হাজার টাকা মাইনে,
ঘুষ দিতে হবে ১০ লাখ।
আমরা বলি ঘুষ কেনো খান,
ওরা বলে সামান্য সম্মান।
চার্জ না তবে এ কেমন অনুমান,
লাখ টাকা ডোনেশান।
রক্তচোষা বুনো হাতি,
এরা নাকি আবার বীরের জাতি।
দেশের টাকায় বিদেশে বাড়ি,
তারা না-কি স্বদেশ প্রেমী।
আইনের চোখে কালো পর্দা,
টাকা ছাড়া উকিল মানা।
বিচার বিভাগে নাই স্বাধীনতা,
শাসন বিভাগ কয়'না কথা।
ক্ষমতা যার চলবে তার কথা,
এ কেমন বাক্ স্বাধীনতা?
মাথামোটা এমপি মন্ত্রী,
লুটে নিলো বুঝি দেশের শান্তি।
আইন যদি হয় তাদের গোলাম,
আমরা তবে দেশের কি?
দেশ যদি হয় কারো একার,
তবে স্বাধীনতার মূল্য কি?
ক্রমাগতই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
গরিব জনগণ খাবে কি?
রাজস্ব খাতের বেতন বাড়ে,
বাকী মানুষের খবর কি?
থানা পুলিশ সব টাকার দাসী,
গরীব মানুষ যাবে কই?
সবাই অপরাধীর মামা খালু,
নিরপরাধীদের কাঁধে মই।
রাষ্ট্রের সর্বোচ্চ নিয়ম নীতি,
সর্বোপরিভাবে সংবিধান।
তারা কারা যারা করলো,
নিজ সুবিধা মত সংশোধন?
মশা মারতে কামান দান,
হাঁতি গিলে খায় আস্ত বাগান।
করুণ দশায় আজ মধ্যবিত্ত,
গরম তৈলে যেমন মাছ সিদ্ধ।
আগাগোড়া সব গোবর ঠাঁসা,
সুঁই দিয়ে শুধু মুখটা বাঁধা।
লুটেরা সবাই আইন দাতা,
কারো কাছে নাই জবাবদিহিতা।
সমাজ টা চলে আজ উল্টো,
সুশীলেরা হয়ে গেছে ন্যাংটো।
বলতে পারো কোথায় এটা,
মানুষের পিঠে ঘোড়া বসা।
অভিভাবক হীন স্মার্ট দেশ,
আমার সোনার বাংলাদেশ।