আমি সরকারের উচ্ছ পদস্থ অফিসার।
এসির নিচে বসে আছি,দখল করে সরকারি চেয়ার।
ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে
আমায় পাঠিয়েছে সরকার।
প্রাইমারী বিসিএস সহ সব প্রশ্নফাঁস দিয়ে
করি কোটি টাকার কারবার।
কে আমার কি ছিঁড়বে আমিইতো এদেশের বাপ।
আমি সমাজ সেবক,
সারাদিন ব্যস্ত থাকি নিয়ে সালিশ দরবার।
দিন শেষে আমার দ্বারাই
নিরীহ'রা হয় নির্যাতনের শিকার।
আমি দূর্নীতি দমনের উপ-পরিচালক,
ডালপালা শাখা ধরি, নিজেই তার শিকড়।
আমি স্বাধীনতার কথা বলি,আমি বিজয়ের গান গাই।
আমি পুলিশ।
কোরান ছুঁয়ে শপথ করেছি,
জনগণের জান মালে রাখবো জীবন বাজি।
আজ সুযোগ সন্ধানে ঘুষের বস্তা পেয়ে
কোটি টাকায় শহরে করছি দালান বাড়ি।
আমি আইনজীবী,
ন্যায়বিচারের দোহায় দিয়ে,বার বার টাকা চেয়ে,
নিরপরাধী কে জিম্মি করে রাখি।
বেলা শেষে দামী রেস্টুরেন্ট, আর
বউয়ের জন্য কিনে নিই,গহনা আর শাড়ি।
আমি আইনের কথা বলি, আমি জীবনের গান গাই।
আমি ডাক্তার,
সরকারের মায়না নিয়ে,ডিউটিতে না গিয়ে,
হাজার টাকা ফিস নিয়ে,খুলে বসে আছি প্রাইভেট চেম্বার।
হাজারটা পরিক্ষা,আরো আছে ক্লিনিক্যাল পার্সেন্ট,
কিছু টাকা কম হলে,মূমুর্ষূ রোগী ফেলে চলে আসি,
শুনিনা কারো কোনো আবদার।
পরিশেষে আমি সুশীল সমাজ,এম,বি,বি,এস ডাক্তার।।
আমি শিক্ষক,
১০ টায় ক্লাসে আসি,১২টায় টিফিন,
১টায় নামাজ শেষে ৩টায় ক্লাসে গিয়ে,
অপেক্ষায় থাকি ছুটির ঘন্টার।
৪টার ঘনাঘনি,বাড়ি যাওয়া তাড়াতাড়ি,
আছে আবার প্রাইভেট কোসিং সেন্টার।
সমাজের চোখে আমি লিজেন্ড,মুখে পরিচিত ম্যাম এন্ড মাষ্টার।
আমি মানবতার কথা বলি,আমি সাম্যের গান গাই।