হে প্রেম! হে জীবন!
আজ আমার সব বিষাদের যাত্রা শেষ হতে চলেছে।
বিভীষিকাময় রোদ্দুর অন্তহীন হয়ে তিমিরে নেমেছে।
সব বিচ্ছেদের বৈরি আতঙ্ক সহ্য করেছে আমার নৌযান।
হায় আফসোস ;
অবশেষে কাঙ্ক্ষিত ফল আমার হাত থেকে
ঝরে গেলো মুষ্টি করা বালির মতন।
আমি বৈঠা বিহীন বিস্তীর্ণ জলাধিপাত পাড়ি দিয়ে
এসেছিলাম তীরের খুব কাছাকাছি।
আমি শুনতে পেয়েছি স্বর্গে- প্রেম বিমুখ জনতার উচ্ছ্বসিত আওয়াজ।
আত্মাহুতির হীক্কার শব্দ আমার কানে ভেসে আসছে বাতাসের বেগে, ঠিক যেনো আকাশে ছুটে চলা মেঘবতী কন্যার মত।
হে প্রেম ! হে বিরহ !
আজ আমার শরীর, জমাট বাঁধা লাল রক্তে মোড়ানো
এক টুকরো সোনালী বিকেলের খোঁজে।
তবু ভেঙ্গে পড়ছে আমার পাটাতন, ছিঁড়ে যাচ্ছে পাল,
উন্মাদ হয়ে এতদিন যে ,শুনিয়েছিলো জীবনের গান।
শত শত ঢেউয়ের বিপরীতে গিয়েছিলাম,
খুব নিবিড় একটা তুমির ডাকে।
ভেবেছিলাম, আমার মাথার নিচে
বুকের বাম পাশটায় হবে তার ঠিকানা,
ওখানেই নিড় বেধেঁ প্রানের স্পন্দন শুনবে সে
স্পর্শ করে দেখবে হৃদয়, ভাগ নেবে হাঁসি কান্না।
ভেবেছি আমার সুখে যে মুখ হাঁসবে তৃপ্তির হাঁসি,
দুঃখে যে চোখ দেবে এক টুকরো জল, আফসোসের!
হায়! কি সব আবোল তাবোল বকছি আমি!
সবিতো হয়ে গেছে নীরব আর বিবর্ণ আজ,
বধু সেজেছে গায়ে জড়িয়ে সে, লাল রঙের সাজ।