আজ আর ভালো নেই মরিচীকাময় এ শহর ,
ভালো নেই শহরে বিচরণ কারী ক্ষুদ্র জীব গুলো।
অধিক উল্লাসিত হয়ে হিল্লোল এর দাবানলে পড়ে,
দিন দিন পুড়ে যাচ্ছে মানুষের বিবেক।
পদবি আর পদকের মোহে পড়ে,
প্রতিনিয়ত দুর্জনের পা চেটে চলছে সবাই।
ভালো মন্দে তৈল দিয়েই যাচ্ছে,
আর হাতের নাগালে যে যাই পাচ্ছে তাই গিলে খাচ্ছে।
কিন্তু, কোথা থেকে আসছে, কার টাকা খাচ্ছে,
এই নিয়ে মাথা ব্যাথা নেই কারোরি!
থাকবেই বা কেনো? দিন,মাস,বছর পেরিয়ে তো যাচ্ছে।
প্রতিনিয়ত উচ্ছাকাংখ্যার লোভে অন্তরীক্ষে অন্তঃজ হয়ে,
বয়ে বেড়ায় সবাই। অবশেষে কেউ কেউ শিকড়ের সন্ধান ও
পায়না খুঁজে, হারিয়ে যায় অন্ধ অবলিলায়।
শহীদ মিনারের দিকে তাকিয়ে আজো
নির্লজ্জের মত থমকে দাঁড়াই।
কত শত অশ্রুসিক্ত আঁখি নির্দ্বিধায় করে
দিয়েছে সে তার বুকে ঠাই।
আমি ভয় করিনা বজ্রপাত, টর্নেডো, সাইক্লোন।
ভয় করিনা ভুমিকম্প, করে যদি মোর দেহ ভক্ষণ।
আমি বিস্মিত,আমি হতভাগ,আমি বিমোহিত,আমি শিহরিত,
ভেবে অসম্পূর্ণ এই রাষ্ট্রের কথা।
কারে করি বিশ্বাস, কার কাছে দেবো ভার,
কে এসে করবে মোদের দেশকে সুস্থ সংস্কার।
কবে পাবো তৃপ্তি সহকারে আমাদের স্বপ্নের স্বাধীনতা।
কবে হবে আবার জনগনের সেবক, সরকারি কর্মকর্তা।