হাজার বছর ধরে অপেক্ষায় বিরাজমান,
পুষ্পরেণু ফুটিবে ফুটিবে আশায়।
লক্ষ বছর ডাঙায় হৃত্পিণ্ড বিছিয়ে পড়ে আছি,
জল পড়িবে পড়িবে আশায়।
কোটি বছর মরমর হয়ে আছি বেঁচে,
অসু মোর ভরা জ্বলে ভিজিবে ভিজিবে আশায়।
শতাব্দীর পর শতাব্দী পড়ে আছি হয়ে গাংচিল,
এক টুকরো সোনালী রবি কড়া নাড়বে আমার দরজায়।
আমার প্রাণের প্রণয়ী এসো আমার পৃথিবীতে,
চৈত্রে খাঁ খাঁ করে এই বুক।
এসো মোর পাঁজড়ের হাঁড় কাংখিত সপিণ্ড,
একবার দেখি মুক্তোঝরানো হাঁসিমুখ।
বিশ্বব্রহ্মাণ্ড চেদিয়া এসো মোর অনাবাদি জমিনে,
এসো হে মায়াবিনী এসো এসো।
অন্তিম নিসর্গ ঘুরিয়া হিমালয় ফেরিয়া এসো মম সত্তা।
এসো কাঙ্ক্ষিত লক্ষ্যে এসো এসো।
এসো হে বসন্ত পাপড়ির পরশ ডানায় ভর করে,
এসো হে স্বর্গীয় সুখ এসো এসো।
এসো মোর প্রণয়লীলা এসো ঐন্দ্রজালিকের বেসে,
এসো হে রক্তবিরাগ এসো এসো।
এসো হে সুরের মোহনা ঝ্বংকা তুলে হৃদয়ে,
এসো হে প্রিয় অবন্তী এসো এসো।
এসো হে মুক্ত বিহঙ্গ আমার বন্ধ দরজায়,
এসো হে ময়ূরপঙ্খী এসো এসো।