আমি ডুমুরের ফুল,
ছোট্ট এ জীবনে কতশত হাজার করিয়াছি ভূল।
আমি কাগজের ফুলকে গোলাপ ভেবেছি,
তার মাঝে গন্ধ শুকেছি অবিরাম।
আমি মুক্তো ভেবে কাঁটার মালা গলায় পরেছি,
অবশেষে জ্বলেছি পুড়েছি হাজার বার।
আমি প্রয়োজনেই ছিলাম সবার প্রিয়জন,
আমার জন্য আর কেউ কেঁদো না স্বজন ।
আমার জায়গায় দাঁড়িয়ে,
কেউ বোঝেনি আমাকে।
উপলব্ধিও করেনি কেউ কভু,
আমার চাওয়া পাওয়া নিয়ে।
এ জীবনের কঠিন বাস্তবতার ঝড়ে,
আমি নুয়েছি অনেক বার।
তবু উপড়ে পেলতে পারেনি আমায়।
আমারও তো কিছু শখ,কিছু স্বাদ,
কিছু চাওয়া পাওয়া ছিলো জীবনের কাছে।
কতটুকু হারালাম আর কতটুকু পেলাম।
মাঝে মাঝে তাই ভাবি নির্জনে বসে।
আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিই,
হয়তো এটাই উপরওয়ালার ইশারা।
সব কিছুই তো ন্যাস্ত তারই হাতে,
তিনিই তো সর্বশক্তিমান মহান স্রষ্টা।
আগুনের স্ফুলিঙ্গে মোমের ন্যায় দাঁড়িয়ে আছি।
ক্ষয়ে ক্ষয়ে ও বাঁচার আকুতি নিয়ে-
কূলের পানে হাত বাড়িয়েছি বহুবার।
মাথায় হাত বুলিয়ে,কোমল দুটো হাত বাড়িয়ে.
আমায় তীরে উঠানোর কেউ ছিলো না।
জানি অবসান হবেনা কভু,
আমার এ মহা শূন্যতার।
তবু কারো কাছে করিনি,
করবোওনা সামান্যতম আবদার।
আমি তীব্র উত্তপ্ত তামার পৃষ্ঠে বসিয়েছি আমায়,
দাঁড়িয়েছি ক্ষিপ্ত চিতার সামনে।
ক্ষনে ক্ষনে বেঁচে থাকার কঠিন বাস্তবতা দেখেছি,
বুঝতে শিখেছি জীবনের মানে।
সবার আচরণে অকপটে লেপটে দিয়েছি ,
নিজেকে ভাঙতে দিইনি কভু।
সবার অগ্রাহ্য আর অবহেলা নিরবে সয়েছি,
প্রতি উত্তর করিনি তবু।
কখনোই কারো বেস্ট ফ্রেন্ডের তালিকায়
আমি ছিলাম না,জানি এখনও নেই...!!
থাকার কথাও না...!!
অর্থশূন্য মানুষের বেস্ট ফ্রেন্ড থাকতে নেই..!!
ওরা ভয়ংকর বাস্তবতা সাথে নিয়ে
কিছু সময়ের জন্য পৃথিবীতে আসে।
আর জীবনের অকপটের মুখে
টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে।
একসময় উহুদ সমান যন্ত্রণা
আর মহা আফসোস বুকে নিয়ে
স্বেচ্ছায় পাড়ি জমায়,
অনির্দিষ্ট কোনো মহাকালের ঠিকানায়।
আমি উপর থেকেই সবার কাছে সুন্দর,
কারো প্রিয় হওয়ার যোগ্যতা আমার নেই৷
এটা হয়তো আমারই ব্যর্থতা।
ভদ্রতার আড়ালে মানুষের এসব হিংস্র মুখোশ,
বারেবারে আমায় ঘিরে ধরে।
তাই, জীবনের এই সামান্যতম সময়ে,
যে কয়টা দিন বেঁচে থাকি,
সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে,
একাকী সব শূন্যতা বুকে নিয়ে,
নিজেকে গুটিয়ে রাখতে চাই,নিজের মত করে।
কাব্য:এলোমেলো পাণ্ডুলিপি।