আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
আমি ১৬ই ডিসেম্বরে জন্ম হওয়া বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি,
আজো আমার বুকের মধ্যে  র‍য়ে গেছে অজস্র ক্ষত।
জানি না এ ক্ষত শুকাতে লাগবে আরো বছর কত শত৷

আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
আমি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি,
আজো কতশত তাজা রক্তের ফোটা লেগে আছে গায়।
স্বাধীন হয়েও আজ পরাধীনতার শিকল পরেছি পায়।

আমি একাত্তরের বাংলাদেশ বলছি ।
আমি ত্রিশ লক্ষ্য শহীদের রক্তে ভেজা বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি,
আমার কোল জুড়ে আজও বসে আছে কত শত উচ্ছ শিক্ষিত রাজাকার।
আইনের চেয়ারে বসে তারাই করে BCS সহ সব প্রশ্নফাঁসের কারবার৷  

আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
কোলের ছেলে হারা মায়ের আর্তনাদের বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি,
আজো আমার লাখো সন্তান'রা লাঞ্চিত ন্যায্য অধিকার পায় না।
সংবিধান আছে কাগজ কলমে এতে কারো কিছু আসে যায় না৷

আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
আমি দু লক্ষ্য সম্ভ্রম হারা মা,বোনদের বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি।
আজো লক্ষ্য মানুষ ফুটপাতে ঘুমায় নেই তাদের কর্মসংস্থান।
এখানে ওখানে ধর্ষিত নারী কোথায় আজ তাদের নিরাপদ স্থান।

আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
অনায়াসে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি।
আজো আমার আসাম,ত্রিপুরা,কলকাতা আমার কোলে ফিরেনি।
কবে পূর্ণ নিঃশ্বাস নিয়ে বলবো আবার,সত্যিই আমি স্বাধীন হয়েছি।

আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
আমি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি।
মাতৃভূমির সম্মান রক্ষায় লড়েছে হাজারো অকুতোভয় বীর পুরুষ।
আজ ক্ষমতায় বসে আমার অস্তিত্ব চিবিয়ে খায় লক্ষ্য কাপুরুষ।

আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
আমি বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি।
আজও আমার সীমানা জুড়ে দরবেশের বেসে শত্রুর আনাগোনা।
বুক জুড়ে আছে কোটি মানুষ, নেই কেউ একাত্তরের মুক্তিসেনা।

আমি একাত্তরের বাংলাদেশ বলছি।
আমি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাংলাদেশ।
আমি স্বাধীন হয়েছি।
গনতান্ত্রিক দেশ আমাদের আমরা নাকি এদেশের গর্বিত সন্তান।
আজ কোনো ন্যায্য অধিকার চাইতে গিয়ে দিতে হলো তাজা প্রাণ?