আমারও স্বপ্ন ছিল রঙ্গিন এ শহরটাকে ঘুরে ঘুরে দেখার।
আমারও স্বপ্ন ছিল পাখি হয়ে নীল ঐ আকাশে উড়ার।
কেরে তুই কেড়ে নিলি রাত জেগে দেখা হাজারো রঙিন স্বপ্ন।
কেরে তুই শত সুশীলের মাঝে বানাইলি আমায় কীটপতঙ্গ।

আমারও স্বপ্ন ছিল হলদে পাখিটাকে যত্ন করে হৃদয়ে ধরে রাখার।
আমারও স্বপ্ন ছিল তার নামে খোদাই করে সোনার মহল গড়ার।
কেরে তুই আমার এ বসন্তে এনে দিলি বজ্রপাতের ঝড়।
কেরে তুই এ সুখের ছোঁয়া থেকে আমায় করে দিলি পর।

আমারও স্বপ্ন ছিল কুঁড়ে ঘরে থেকেও একটুখানি সুখে ঘর বাঁধার।
আমারও স্বপ্ন ছিল একজনকে মনের মন্দিরে সাজিয়ে রাখার।
কেরে তুই ভেঙে দিলি আমার তিল তিল করে গড়া সংসার।
কেরে তুই মিথ্যে মায়া দিয়ে আমায় পোড়াইলি বারংবার।

আমারও স্বপ্ন ছিল যত্ন করে নিজেকে গুছিয়ে নেওয়ার।
আমারও বড় স্বপ্ন ছিল বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার।
কেরে তুই কেড়ে নিলি মাথার উপর থেকে বট বৃক্ষের ছায়া।
কেরে তুই কেড়ে নিলি আমার অন্তর থেকে পৃথিবীর মায়া।

আমারও খুব স্বপ্ন ছিল লাল নীল রঙের একটা গাড়ি কেনবার।
আমারও স্বপ্ন ছিল প্রিয়তমাকে নিয়ে তেপান্তরে ঘুরে বেড়াবার৷
কেরে তুই কাটার আঘাতে আমার অঙ্গ করলি আজ ক্ষতবিক্ষত ।
কেরে তুই আমার হৃদয়টা ভেঙে দিলি গলে যাওয়া মোমের মত।

আমারও স্বপ্ন ছিল মানুষের মত মানুষ হয়ে নিজ পায়ে দাঁড়াবার।
আমারও স্বপ্ন ছিল যোগ্য হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবার।
কেরে তুই মুকুলেই কেড়ে নিলি আমার অতি প্রিয় আপনজন।
কেরে তুই ধুলোয় মাখায়লি আজ আমার সাদা দুধভাতের জীবন।

আমারও স্বপ্ন ছিল পড়াশোনা শেষে গাড়ি ঘোড়ায় চড়বার।
আমারও স্বপ্ন ছিল একটুখানি স্বাচ্ছন্দ্যে জীবন টা কাটাবার।
কেরে তুই কেড়ে নিলি আমার স্বপ্নে গড়া সোনালী শৈশব।
কেরে তুই আমায় উপহার দিলি আজ সন্নাসীর জীবন।


কাব্যগ্রন্থ : স্মৃতির আক্ষেপণ।