জীবনের স্বপ্নময় কত রঙিন সময়
হেলায় ফেলায় দিলাম কাটিয়ে।
রজনীর শেষ লগ্নে এসে সব হারিয়ে
নিঃস্ব হয়ে আছি আজ দাঁড়িয়ে।
মাথার উপরে বিবস্র হিংস্র আকাশ
বুকের উপর ভয়ংকর পাথর।
হিমালয় পর্বত ছুয়ে আছি দাঁড়িয়ে
দিন দিন দেহখানা হচ্ছে নিথর।
বাস্তবতার বাজারে আজ শখের সব
দোকান গুলো দিয়েছি বিক্রি করে।
নিভৃতে সব লেনদেন গুছিয়ে নিয়ে
অপেক্ষা শুধু ওপারে পাড়ি জমাতে।
আশা নামের সব মরিচীকাগুলো
কাপনের কাপড়ে দিয়েছি মুড়িয়ে।
কোন একদিন কেউ এসে ছাই ভেবে
দিতে পারে হয়তো বা উড়িয়ে।
জীর্নশীর্ন হয়ে পড়ে থাকা জীবনের অংক গুলোর
খুঁজবেনা কেউ এসে সমাধান।
এভাবেই হয়তো কোন একদিন ফুরিয়ে যাবে
ক্ষুদ্র এই অনুজীবের অবসান।