কবিতাঃ "ভালোবাসি"
কবিঃ বর্ণ
তারিখঃ ২১/০২/২০২১ইং
সময়ঃ ১০:২০ ঘটিকা
আমার মনের উঠোনে সে, কি কাণ্ড যে একটি,
আগল টেনে, পাইনে ধরে, রাখতে সুখের বেগটি।
কিসে যে আজ হৃদে আমার, বাজিয়া ওঠে বাশি,
খিলখিল করে কবিতারাশি, উঠছে হাসি হাসি।
কবিতাময়ী প্রিয়া, তোমার আছে কিগো খেয়াল,
আমার ধারে এসেছিলে, ভেঙ্গে লাজের দেয়াল।
আহা রে আজ, এমন দিনে, এমন সুখের ক্ষণে
নাচে-গাহে পদ্যরা সক্কলে,ওরা তোমার আগমনে।
এই হৃদয়ের দুয়ার ধরে,দিলে তুমি নাড়া,অকস্মাৎ,
মানসপটে দিয়ে গেলে,ভালোবাসার বিবিধ সংবাদ।
সেদিন থেকে বন্ধ আমার মনের নাওয়া- খাওয়া,
ভাবে শুধু তোমায় , তোমার আসা- চলে যাওয়া।
যখন তুমি আসো প্রিয় ওগো, আমার হৃদয় যতো,
সব টেনে নেয়, কামারখানার ভাঁপর গুলোর মতো।
এই মনে হয়, আমার ভেতর তখন, পুরো দুনিয়াটার,
যাচ্ছে কি এক মস্ত কাণ্ড ঘটে,আস্ত জোঁয়ার-ভাটার।
যবে তুমি যাও চলে সে,করুনঘন ছাড়াছাড়ির বেলা,
হুমড়ি খেয়ে পড়ে যত কষ্টরা সব,অশ্রুপাতের মেলা।
আসুক যত ঝড়ঝাপটা,আমি হেথা আছি হয়ে খাড়া!
আমার প্রাণে তোমার অমন ওগো,বিদায়বেলা ছাড়া।
তোমায় যত ভালোবাসি,এত বুঝি অল্প লোকে বাসে,
দেখোনা গো,আমি কত সুখি যে,তোমায় পেয়ে পাশে।
--------****----------