কবিতাঃ "ভালোবাসা"
কবিঃ বর্ণ
তারিখঃ ০১/০৬/২০২১ ইং
সময়ঃ ২৩:৫০ ঘটিকা
সেদিন তুমি বললে তোমায় ভালোই বাসি নাকো
বেশ তো তবে আমার চোখে অপল চেয়ে থাকো
চোখের ভাষায় মানুষ কি আর মিথ্যা কথা বলে
ভালো বেসেই সব দিয়েছি তোমার পায়ের তলে
ভালোই তোমায় নাইবা বাসি গো পরানের সাথী,
তোমার নামের জ্বালাই কেন মনে মোমের বাতি।
বলবে এখন অমন'ই বলে সব পুরুষের জাতি।
ঘরের বাতি'ই যায় না দেখা আবার মনের বাতি।
বেশ তো তবে শোনো তোমার স্মরণ কিগো হয়,
এ মন জুড়ে কতোই ছিলো তোমায় হারার ভয়।
মানি ব্যাগে আজ ও আমার একখানা পকেটে,
তোমার জন্য একটি নতুন দুইশো টাকার নোটে।
আজ অব্দি খুলি নিকো সে টাকাটির ভাঁজক'টি
দুইশো টাকায় মিশে রহে ভালোবাসা লাখ কোটি।
আবার সখি স্মরণ করো দোলনা খানির কথাই,
ভালো যদি নাই বাসি ফের তাইলে কি অযথাই।
---------******----------