ব্যথাতুর আহারে পৃথিবী মাতারে,
ভাসায়েছ কেনো অকূল পাথারে,
গড়িয়াছ কেনো এতো খাদ ক্ষত,
করিয়াছ কেনো ছিন্ন।

আমিও'তো প্রভু তোমারি সৃজন,
তবে কেন আমি নিরালা-বিজন,
তবে কেনো আমি করি হাহুতাশ,
আমি কি মানুষ ভিন্ন।

সবারই তো মনে অবারিত ব্যথা-
কারে কবো আমি হৃদয়ের কথা,
কার ঘরে হানা দেব কি দেব না,
কারে দেব মনফুল।

কতো'না যাতনা পোষে এ ধরণী,
মোরে কেনো প্রভু সবল করোনি,
বুক ভরা কেনো এতো যে বেদন-
কাঁদিয়া হুলস্থুল।

কার দোরে হারে হাত পাতি ফিরি,
কে করিবে পাড়এ মরুভূমি গিরি-
কে'নিবে ভাসায়ে নদীটির ওকূলে,
কথা কবে বারেবারে,

শোনো হে অতুলও এই ভব জুড়ে,
কত প্রাণই গেলো গোল ঘুরে ঘুরে,
কত ভালোবাসা মাখা কত আশা-
ভাসিলো সাগর পাড়ে।

ঠাঁই চাই ও বিধি তোমার ও চরণে,
কি করিবে করো ভাবেরও ক্ষরণে,
ত্রাণকারী বিধি ত্রাণ করো আজি-
দাও দিশাখানি বাতলে,

মুখ নাই আজি দেখাবো তোমারে,
এতো ভুল ভাল পড়েছে জমা রে-
তুমি মহীয়ান দিও দান কিছু কভু-
আমার দু'হাত পাতলে।

  -------******-------
তারিখঃ২০/০৭/২০২১ইং
সময়ঃ১০:০০ঘটিকা/মাওয়া