"স্বভাব সর্বহারা"
বর্ণ
তারিখঃ০১/০৫/২০২১ ইং
সময়ঃ০১ঃ০০ ঘটিকা
আজকে তো বেশ ঘটা করে দেখছি বিশ্ব ব্যাপি,
মে দিবসে হচ্ছে যেন, শ্রমিক শ্রেণির মহান জয়,
সোনার কলম, রুপোর খাতায়, লেখা ভাগ্যলিপি
ঢোল পিটিয়ে,রঙ ছিটিয়ে হচ্ছে তা, যা হবার নয়।
আজ আমাদের এই যে ভাষন, পঁচা-অর্ধগলিত,
রাত পোহালেই ফুঁড়ুৎ হবে,নেতারা তো ভুলবে সব
আজ বাদে কাল, হবে শ্রমিক আগের মতই দলিত
বৃথাই যাবে এই যে বাণীর, কানাকানির, এ উৎসব।
আজ এতোদিন পরেও কি কেউ,শ্রমিক নিয়ে ভাবে
মে মাসের এই এক তারিখেই, যতটুকুন ফরফরানি
কাজের বেলা কেউ পোছে না,'একটু কি জল খাবে?'
কত কাজে যায় কত প্রাণ, হয় যে কত অঙ্গ-হানি।
কেউবা আবার ভেক ধরেছে, শ্রমিক সেজে ওরে,
যার ঘরেতে হীরের গয়না বউ ছেলেমেয়ের হাতে-
শ্রমিক নেতার তকমা পেতে ,গামছা বেঁধে ঘোরে।
সেই শ্রমিকেই ফুড খেতে যায়, চীনা রেস্তোরাঁতে।
আসল শ্রমিক পায়নাকো ভাত,চিবায় শুকনো মুড়ি
শেষ বয়সে পায়না তারা ঘর,পথের পরে শোয়-
প্রনোদনায় যা আসে তার সবই,নেতায় করে চুরি,
রাজনীতিরই গোলাপজলে শেষে, কীর্তি গুলো ধোয়।
সবশেষে সব সাফ-সুতরো নেতা,পায় যে পদক-ভূষণ
সাদা মনের নেইকো কোথাও কাদা,ধোয়া তুলশী তারা-
এমনই করে শ্রমিক শ্রেণির চলছে রোজই শোষণ,
শ্রমিকেরা কাজ করে খায় তাও,তারা স্বভাব সর্বহারা।
---------******----------