আমার কতক স্বপন আছে নাম ঠিকানা ছাড়া,
থেকে থেকে ভেতর থেকে দিচ্ছে ভীষণ তাড়া।
স্বপ্নগুলো ঢের তো না তাও তেমনও অল্প'না,
আমার সকল আজব গুজব তালছাড়া কল্পনা।
ফড়ফড়াবে বাতাস এসে নৌকোগুলোর পালে,
চড়ুইজোড়া বাধবে বাসা জালি কুমড়োর চালে।
ঘাসফড়িংয়ে বেড়াক নেচে কাঁচা ধানের শিষে,
আমার প্রাণে মাটির পরাণ যাকনা মিলেমিশে।
মৃদু আলোক উঠুক জ্বলে বাঁশের ঝোপে ঝাড়ে,
আবার বকুল ভোরের বেলা ঝরুক বারেবারে।
আষাঢ় মাসের আছড়ে পড়ুক প্রথম ফোঁটা বৃষ্টি,
কচিপাতায় করুক আবার অঘোর-ঘোরের সৃষ্টি।
ভাড়ার ঘরে উঠুক বেড়ে কালকেউটের ছানায়,
সকল পুকুর যাক না ভেসে ফের কচুরিপানায়।
বটের শাখে পাকুড় চারা দিক না আবার উঁকি,
সব শিশু সব মাটির বুকেই করুক আঁকি-বুকি।
রংধনু হোক আবার দেখা টিপ টিপানির শেষে,
রাত বিরেতের পেত্নী গুলো আবার উঠুক হেসে।
আবার আমায় স্বপন দেখায় ফিরবে ঠিকই সবি,
আজকে না তো কাল হবে ঠিক সকল অসম্ভবি।
------******------
তারিখঃ১২/০৭/২০২১ইং
সময়ঃ২৩:০০ ঘটিকা/মাওয়া