কবিতাঃ "শুভব্রত"
কবিঃ বর্ণ
তারিখঃ ২৭/০৫/২০২১ইং
সময়ঃ০১:৩০ ঘটিকা
শুভব্রত। কেমন আছো এখন?
আগের মতো আমায় মনে পড়ে?
আমাদের সে ব্যর্থ বিয়ের লগন।
আমি সেটি ভুলবো কেমন করে?
কিংবা বাবু ,মনে আছে কি সেই,
থাকতো বসে একটি বধির মেয়ে-
পার্কস্ট্রিটের সেই গাছটার নিচেই,
পয়সা নিতো, মারমা গীতি গেয়ে।
তোমার সাথে খানিক তর্ক হলে,
' তোমার চেয়ে ওই মেয়েটি বেশ-'
এইটে বলেই উঠতে যেতে চলে,
আমি তখন কেঁদে কেটেই শেষ।
তখন তুমি, আমায় বুকে নিয়ে,
বলতে, 'ওরে পাগলী, ওরে গাধি-
কদিন পরই, আমার সাথে বিয়ে,
আমি যে তোর মনের আধাআধি।'
একিন করো, ছিলে তুমি আমার,
আধেকটা নয়,পুরো হৃদয় জুড়ে-
জানতো সবে, আমার মহকুমার,
যেতে না'ক বিঘত খানেক দূরে।
আমি তখন পাইনি মোটেই টের,
বুঝিনি এই, শেষের পর্বে গিয়ে-
এমনতর তিক্ত যবনিকা এ স্বপ্নের,
যাবে আমার পুরো হৃদয় নিয়ে।
আরেক দিনে,আমরা দুজন মিলে,
ঘুরতে গেলাম, দেখতে চলন বিল-
সে সব স্মৃতি পুষছি, তিলে- তিলে,
দুটি মনে,স্বপ্নে,কত ছিল অন্তমিল।
হঠাৎ যখন আকাশ ভেংগে আসে,
বজ্রপাতে বর্শা হানে সারা মর্ত্যময়।
তুমি আমায় জড়িয়ে বুকের পাশে,
বললে, আমি থাকতে কিসের ভয়।
সেই তুমিটা, কেমন করে বলো,
অমন করে আমায় ফেলে রেখে-
দিনে দিনেই, সকল বদল হলো,
আমায় ছাড়া,বাঁচতে গেলে শিখে।
আমি আছি তোমায় নিয়ে পরে,
রন্ধ্রে-রন্ধ্রে, মিশেই আছো তুমি,
আমি তোমায় ভুলি কেমন করে,
কেমনে ভুলি তোমার সে দুষ্টুমি।
কেমনে ভুলি তোমার স্মৃতিমালা,
আমায় নিয়ে তোমার সে উদ্বেগ-
দিনে দিনে বাড়ছে হৃদয় জ্বালা,
বাড়েনি গো, ঘৃণা তিলার্ধেক।
শুভব্রত। ভালোই থেকো তুমি,
আমি থাকি তোমায় ভেবে-ভেবে,
যাক ভেসে,এ মনের আবাসভূমি,
দৈন্যতা সব ঝাঁকে আসুক নেবে।
--------******---------