(কবিতা)
"শিক্ষা"
বর্ণ
তারিখঃ২৭/০৪/২০২১ ইং
সময়ঃ১২:০০ ঘটিকা
আমাদের গাঁয়ে,মোড়লের ছেলে,
পড়াশোনা সবে শেষে,
ভীনদেশ হতে,আজ ভোর রাতে
ফিরছে আপন দেশে।
গ্রাম জুড়ে তার,জয় জয়কার
মোড়ল চ্যালার মুখে,
আসছে ভোটে সে,জননেতা হবে,
সকলের সুখে-দুখে।
গাঁয়ের সকল চাষা-ভুষা সবে,
দেখতে গিয়েছে তাই,
মোড়লের ছেলে,বিদেশ ফেরত
বিদ্যার রোশনাই।
খালের পাড়েতে, মোড়ল নিজেই
লেকচার ঝাড়ছেন,
"সে হবে তোদের, আগামী দিনের
কাণ্ডারী- গার্জেন,
এমন বিদ্যে শিখেছে ছেলেটা
বিদেশ-বিভুঁইয়ে গিয়ে,
বিদ্যের ভারে থুতনিটা তার
হাঁটুতে ঠেকেছে গিয়ে।"
এমন সময়ে, নৌকোতে করে,
এলেন চাচার ছেলে,
দুই হাতে দুই কিসের বাকশো
কাঁদায় দুই পা ফেলে।
হায়েনার মত চিৎকার করে,
দাঁত গুলো কড়মড়,
বললেন, 'ওরে ও কুলির বাচ্চা,
বাকশো দুইটা ধর।'
মোড়লের চ্যালা ছুটে গিয়ে তার
বাকশোটা নিলে নিজে,
খালপাড় ভরা গায়ের জনতা
উৎসুক দেখে কি যে!
সকলেই ভাবে এই কিরে তবে
বিদেশি বিদ্যে ধন
ফের কাজ নেই এমন বিদ্যে,
শেখবার দিয়ে মন।
তার চেয়ে ভালো ঘরের শিক্ষা,
যদি না সুশীল হবে,
অন্তত ছেলে মানুষের সাথে
ভালোবেসে কথা কবে।
শিক্ষার মান হয়না'ক মাপা,
বিদ্যালয়ের নামে,
টোলে,মক্তবে,দেশে কি বিদেশে
শহরে কিংবা গ্রামে।
যেখানেই শেখো,মানুষের মতো
শেখো হে মানুষ হবার,
বিশ্ব জোড়া আসবে সুখ্যাতি,
স্নেহ ও মমতা অবার।
-------*****------