"রহমতের রোজা"
রেদওয়ান আহমেদ বর্ণ
তারিখ ১৩/০৪/২০২০
সময় : ২২০০ ঘটিকা
আঁধার কালো গগনে আজ
শিশু চাঁদের হাসি,
ঠায় দাঁড়িয়ে উর্ধ্ব পানে
দেখছে জগতবাসী।
আহা সেকি মধুর মোহ
কিযে মায়ার পল,
মুসল্লীদের চোখের কোনায়
দুইটি ফোটা জল।
মহানবীর নুরের সুরত
হয়নি দেখা চোখে,
তবু তারা নবীর স্মৃতি
ধারণ করে বুকে।
আজ তারাবীহ,সেহরী এবং
কালকে থেকে রোজা,
দশ দিবসে ঝরবে কেবল
রহমতের বোঝা।
যার যা আছে মনের কোনে
হালাল নিয়্যাত যত,
খোদার কাছে দুহাত তুলে
নাদান শিশুর মত।।
নিজকে করো শিশু চাঁদের
মতোই অমল-পাক,
রোজার পরই আল্লাহ তায়ালা
হয়তো দিবেন ডাক।
হয়তো তুমি পরের বছর
থাকবে কবর ঘরে,
তাই বলি ভাই এইতো সুযোগ,
কাঁদো হৃদয় ভরে।
আমাদের অই দয়ার সাগর
আল্লাহ তায়ালার নুর
যত আছে গোনার পাহার
হবে সকল চুর।
------*------