"রবীন্দ্রনাথ"
বর্ণ
তারিখঃ০৭/০৫/২০২১ ইং
সময়ঃ১২:০০ ঘটিকা
কেউ কি করেছো খেয়াল,কারো কি রয়েছে ধ্যান,
আজিকে যে এক ক্ষণজন্মার, আগম অনুষ্ঠান।
এক পা দুই পা তিন পা করে, আজকের হেন লগনে,
একটি রবির উদয় হয়েছে, মোদের এ বেসুরো গগনে।
বেতাল জাতিরে তাল-লয় দিলে,শিক্ষারে দিলে দীক্ষা,
সরস গরল শত উপাখ্যান, পড়ুয়ারে দিলে ভিক্ষা।
বাংলা ভাষারে সাজিয়ে তুলেছে ছন্দের শত আলোকে,
প্রাঞ্জল করে রঙিলা করেছে, অমাবস্যার কালোকে।
তারি তরে আজ উতলা হৃদয়,ক্ষণে-ক্ষণে নেচে ওঠেরে,
তারে যেন ফিরে,খুঁজে আঁখিরে,দিগন্ত পানে ছোটেরে।
উত্তরের ওই জংলার বনে, দখিনে বহে যে স্রোত ধারা,
খুঁজে-খুঁজে তারে হয়রান হয়ে,ফিরে আসে হয়ে কবিহারা।
আজকে কবির জন্মের হলো, একশো ষাটটি বছর,
এরই মাঝে কত কেটে গেছে ক্ষণ, মলিন,কৃষ্ণ-ধুসর।
বিশ্বের কবি লহ হে অযুত প্রণাম। হৃদয়িক নিবেদনে,
হারানোর ভয় নাই মোটে জানি আছে,রবীন্দ্রনাথ মনে।
আজ যবে হেথা, মানব বিবেক দূর্বিনীত ও চণ্ড
এক এক করে সবকটা দেশে, সহিষ্ণুতা যে পণ্ড।
আসো হে সকলে কবিগুরুর ঐ সাম্যের পথে ধাই,
এই সমাজে রে সাম্যের, আজ বিকল্প কিছু নাই।
---------******--------