ছড়াঃ "প্রিয় নজরুল"
ছড়াকারঃ বর্ণ
তারিখঃ২৫/০৫/২০২১ইং
সময়ঃ ১০:০০ ঘটিকা
কবি নজরুল তোমায় প্রিয়,
বন্দনা করি আজ,
অঞ্জলিতে বকুল,জবা লহ-
কিংবা গন্ধরাজ।
গদ্যে-গদ্যে, পদ্যে-পদ্যে,
তোমায় প্রিয় কবি,
মনের ঘরে দেয়াল ভরে-
টাঙ্গাই তোমার ছবি।
আজ দেখোনা,এ সমাজে,
ম্যালেরিয়ার মতো,
কাতার ভরে হিংসা রোগে-
ভুগছে মানুষ কতো।
বন্দীত্বের স্বভাব মোদের
ছড়িয়ে গেছে অঙ্গে,
আরেকটিবার এসে কবি-
লোহার কপাট ভেঙে।
করো মোদের আত্মাটারে
মুক্ত কোনও মতে,
অন্য জনের তোষামোদি-
ধনের পুজো হতে।
আজকে দেখো সকল গুনি
নাম কামানোর লাগি,
পরের পায়ে মাখাচ্ছে তেল-
দিবস নিশীথ জাগি।
এমনি করে গুনিনরা সব
করছে গুনের হেয়,
এবার কবি হও অবতার,
পরম হে শ্রদ্ধেয়।
আবার তব শেল কবিতা
বিঁধুক সকল মনে,
ঝরঝরিয়ে পরুক বকুল,
হৃদয়ের অঙ্গনে।
ঈর্ষাকাতর মন গুলো সব,
স্বর্গীয় সুখ পাক।
ধরার যত দুষ্ট,জরা,পাপ
সকল নিপাত যাক।
------*******------