"প্রত্যাশা"
    বর্ণ
তারিখঃ১৮/০৫/২০২১ইং
সময়ঃ ০১ঃ২০ ঘটিকা

জয়  হোক  বাংলার , জয়  হোক  ধর্মের,
জয়  হোক  দুনিয়ার , সব  ভালো কর্মের।
জয় হোক  মানুষের ,  যাহাদেরই   হৃদয়ে,
জ্বল জ্বল  করে   হীরা  , সূর্যের   উদয়ে।

মানুষের  হৃদে হীরা , সেতো সোজা  নহে,
হীরা ওয়ালা হৃদয়ে  যে , কাওসার  বহে।
কাওসার  বোঝো তো হে, বেহেশতী  নদী,
বুকে   নিয়ে   প্রাণ  রস ,   বহে   নিরবধি।

এসো ভাই , বেসো  ভালো , মজলুম জনে,
কর  জোড়ে  দু'আ  করো ,  একাগ্র  মনে।
বিধাতার  দরবারে , তুলে  সবে দু'টি  হাত,
নয়নেতে  জল  এনে , করো সব ফরিয়াদ।

খোদা হে!কিসের তরে দেখালে এমন দিন,
অকারণে জ্বলে গাজা, জ্বলছে ফিলিস্তিন।
শিশুগুলো,আঁহা-হাঁরে,করেছে কি অন্যায়,
তবে  কেন  ভাসে  ওরা,  রক্তেরই   বন্যায়।

অবলা নারীর দোষ, কেউ কিরে বোঝেনা,
মানুষের  অধিকার, ওইখানে  খোঁজে না।
ওরা তবে নয়  কিরে! মানুষ, জানতে চাই,
মানুষ কি বুনো প্রাণী, কে করে সার্টিফাই।

কোট পড়া টাই অলা,কি বোঝে মানবতার,
ওরা তো মানুষ রুপি,একেকটা জানোয়ার।
যার  যার  ধর্মেতে, লেখা  আছে  বার বার,
ঘৃণার  বস্তু  বটে,  দীনে    হীনে   অনাচার।

যার যার বিবেকের,  মূলনীতি  ভালোবাসা,
তাহাদের  পদে পদে, পড়ে  করি  প্রত্যাশা।
এসো  হে  মহৎ  প্রাণ ,  দুই  হাত   উঁচিয়ে,
দেব  আজ,  জগতের ,  অনাচার  ঘুচিয়ে।

স্লোগান আর তাকবীরে, ভীত দেব নড়িয়ে,
ভুবন ভোলানো হাসি, ফের  যাবে ছড়িয়ে।
জয়  হোক  এ দেশের, সমূহ  মহান  প্রাণ,
যতদিন  দেহে   বল, গেয়ে  যাব  জয়গান।

#savepalestine
#lovepalestine

----------*******----------