কবিতাঃ "পঙ্গপাল"
   কবিঃ   বর্ণ

তারিখঃ ০৩/০৬/২০২১ ইং
সময়ঃ ১১:০০ ঘটিকা


পঙ্গপালে রঙ্গলালের  সব কটা ধান ক্ষেতেই
রবাহূতের মতোন যেন বসলো বাসন পেতেই।

লাঠি নিয়ে রঙ্গলালে সারাটিদিন ক্ষেতে তার,
হুশ্  হাশ্  হুশ্ শব্দ করে পঙ্গপালে তাড়াবার।

কিন্তু সেসব নাছোড়বান্দা হতচ্ছাড়া পোকায়,
যায়না চলে শব্দে কিবা যায়না অন্য ধোঁকায়।

একের পরে একেক করে ফসল ভরা ক্ষেতে,
পোকামাকড়  সাবড়ে দিয়ে নৃত্যে ওঠে মেতে।

তবু রঙ্গ হাল ছাড়ে না একের পরে আর এক,
ভেবে  ভেবে উপায় করে বারের পরে বারেক।

সকল উপায় ভেস্তে গেলে হয়না কোন কাজই,
পঙ্গপালের খুলল কপাল মাত হলো যে বাজি।

মনের সুখেই খাচ্ছে ফসল যাচ্ছে কেটে সময়,
রঙ্গলাল এর ফুরিয়ে এলো জীবন আনন্দময়।

রইলো না ধান রইলোনা খড় রইলো শুধু মাটি,
ক্ষেতটি দেখে রঙ্গলালের লাগলো দাঁতকপাটি।

        --------******---------