অসংগতির তোড়েই ভীষণ যাচ্ছি খেয়ে খাবি ভাই-
আগের মতো কোনকিছুই যেমন ছিল তেমন নাই।
বেতাল জাতির পাচ্ছিই না তাল হচ্ছে না হাল বাপু,
হাসপাতাল আর বিদ্যালয় এর সামনে এলেই ভেঁপু।
বললে চালক দেখিয়ে দু'খান কালচে দাঁতের সারি,
অত কি আর খেয়াল করা যায় চললে রোডে গাড়ি।
মন্ত্রী সাবের শালীর নামে বন বিভাগের জমিটি বাহ!
ইমামতির পরীক্ষা নেয় আমপারা পাশ কমিটি আহ!
আমলারা সব গেছেন ভুলে গণতন্ত্রের কামলা তারা,
রাজপথে বেশ বইছে নদী আত্মা সবার খাঁচা ছাড়া।
নেতারা কেউ মাঝে মাঝে বাংলা ছবির মতন করে,
ঘটবেনা যা তাই ঘটানোর আজব যত বাক্য ছোড়ে।
বাবার মতন শিক্ষকে আজ রূপ নিয়েছেন ধর্ষকের,
মানবিকতা বিবেকবোধে ভেক ধরে রোজ দর্শকের।
লক্ষ টাকার বাগান যেমন একটি টাকার ছাগে খায়,
তেমনি কিছু ছাগের কাজে দেশের সুনাম মূর্ছা যায়।
সরকারি সব দপ্তরেতে কাজের জন্য দেয় যে কার,
মাঝে মাঝে কর্তার লোক তাতে করেন হাটবাজার।
মন্ত্রী সচিব কর্তা লোকের কাজের বুয়াও ভিআইপি,
আজ অবধি পেলাম না'ক তেমন চিঠির এক কপি।
তবুও সে সব স্বঘোষিত ভিআইপিদের রাস্তা দিতে,
কতোইনা প্রাণ যায় যে ঝরে অযথা এই পৃথিবীতে।
সোনার দেশে মাটির মানুষ তাদের কদর নেই মোটে,
অসংগতির ভাণ্ড জুড়েই হতাশা আর ধোঁকাই জোটে।
-----------**********------------
তারিখঃ ১২/০৬/২০২১ইং
১০:০০ ঘটিকা/মাওয়া