"নার্স"
বর্ণ
তারিখঃ১২/০৫/২০২১ইং
সময়ঃ২১ঃ৩০ ঘটিকা
আজকে এই সমাজেতে, খুব বেশি দরকার,
আদর ভরা অন্তরের, এক দক্ষ সেবিকার,
শেখা উচিত এই দুনিয়ার সকল অস্ত্রধারীর,
ক্রিমিয়াতে যুদ্ধের সেই, প্রদীপ হাতে নারীর।
নামটি ছিলো নাইটিঙ্গেল, পেশা ছিলো নার্স,
তার কাছে সব যত্ন পেত, অসুস্থ সোলজার্স।
শত্রু-মিত্র দুই পক্ষই,তার দু'হাতের ছোঁয়ায়,
সুস্থ হয়ে উঠেছিল,দাওয়ায় এবং দোয়ায়।
আজও দেখো এই দুনিয়ায়,সবাই যখন ভীত,
সবাই যে যার ভাবনা ভাবে,অমিত কিম্বা মিত।
যে যার মতো প্রাণ বাঁচাতেই,সবাই যখন চুর,
আপন আপন জীবন নিয়ে,আপন হতেই দূর।
এমন সময়,প্যান্ডেমিকে,হাসপাতালের বেডে,
যারা সবে দাঁড়িয়ে আছে,জীবন-মরন রোডে।
সেবিকারা সবাই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে,
দিনে রাতে যাচ্ছে তাদের সকল সেবা দিয়ে।
আজকের এই নার্স দিবসে,তাদের প্রতি নতি,
এই কোভিডে তাদের যেন হয়না কোনো ক্ষতি।
যারা সবাই,স্বজন নিয়ে, থাকছো নিজের ঘরে,
সুযোগ পেলেই, বিত্ত নিয়ে,বেড়াও বড়াই করে।
তোমরা যারা ধনের কুবের,তারা তো নও মহৎ,
হাসপাতালের ওদের কাছে,শেখার আছে বহত।
ওদের মতো পরের তরে,নিজকে করো উজার,
পথে পথে আমজনতা, ঠুকবে সেলাম হাজার।
---------*******----------