ধন্যি তোমার মা-বাপ নবীন ধন্যি জাতে কূলে,
জ্ঞানে জ্ঞানে বেশ দেখি বুক উঠল ফুলে ফুলে।

বিদ্যা গুণের নেইকো হিসেব সনদ ভারা ভারা,
অশিক্ষিতের নাম ঘোচাতে বেশ খেয়েছ তাড়া।

আচ্ছা তোমার একি নবীন বিদ্যাগুণের হালত!
রদ করে কে দিল তোমার বিবেকের আদালত।

কার হাতে আজ হাত মিলিয়ে খুইয়ে আপনারে,
অমন কুটিল কঠোর পরাণ কোথায় পেলে হারে।

ডুবলে অনাচারে তুমি ডুবলে রাতের কালোয়,
খুঁজতে গিয়ে সব হারালে অন্ধ রবির আলোয়।

কুশিক্ষারেই দীক্ষা জেনে ভিক্ষা মেনেই উপায়,
বিবেকটারে মারছো চেপে তিরস্কারের পিপায়।

কতো কবি লেখকগণে হাজার শতেক লেখায়,
দেশের ভক্তি দশের ভক্তি আচ্ছা করে শেখায়।

তাতে তোমার জ্ঞান হলো না হলোনা'ক সিদ্ধি,
পড়েই পড়েই ভাবছো কেবল নিজেরই সমৃদ্ধি।

জাগো নবীন কচলে দুচোখ আঁৎকে উঠে বসো,
চেয়ে দেখো তোমার আশে দুঃস্থ দেশও-দশও।

তোমার এবার সময় এলো দুহাত রাখো হালে,
দেশের তরী পার করে নাও কালের মহাকালে।

          --------******-------

তারিখঃ১১/০৭/২০২১ইং
সময়ঃ২৩:০০ ঘটিকা/মাওয়া