তোমায় যদি দিতেম চিঠি ডাক পিয়নের দ্বারায়,
একটুকু কি শিথিলতা আসতো কাজের তাড়ায়।

ব্যালকনিতে বসতে কি ফের অফিস নিয়ে ছুটি,
মনের ভেতর সেই স্মৃতি সব করতো হুটোপুটি?

তোমার আমার যৌথ স্মৃতির যৌথ সময় গুলোই,
আজ ও আছে মনের ঘরে জমছে তাতে ধুলোই।

হয়তো বা ফের সেই চিঠিটির হতোই না মূল্যায়ন,
আমার নামের চিঠির খামে পড়তো না ওই নয়ন।

কিংবা যদিও রাগ ঝেড়ে মোর পড়তে চিঠি খানি,
দশ বছরের বিচ্ছেদে কি আসতো চোখের পানি।

দশটি বছর পর আজ দেখে শুকনো প্রেমের ক্ষত,
লাগতো না কি বিরক্তি বোধ অচিন লোকের মত।

তোমার ডানের ফাঁকা সিটটি এখন ফাঁকা আছে?
এখন বোধহয় যাওনা কোথা আগের মতো বাসে।

এখন বোধহয় দেখলে মোরে লাখ মানুষের ভীড়ে,
অবাক চোখের পলক ফেলেই আবার যেতে সরে।

আজও বোধহয় ওই হৃদয়ে আমায় ঘৃণার তোড়ে,
ব্যাথার ক্ষতের সাগর তটে আছড়ে রোজই পড়ে।

আজো বুঝি আমার পরে দুঃখ ক্ষোভ আর রাগে,
তোমার মনের সেই ক্ষত রোজ নতুন করে জাগে।

আমার কাছে নাই সে জলই নিভাই মনের আগুন,
তাই তোমাকে হয় না  ডাকা একলা কাটে ফাগুন।

মাঝে মাঝে ভাবে এ মন এমন কি আর হতো না,
তোমার মন তো কুসুমকোমল শক্ত ইটের মত না।

একটু যদি দিতেম টোকাই খুলতে কি দোর মনের,
আবেগে কি হার হতো সেই মুখ না দেখার পণের।

শেষ বসন্তে ডাকলে তুমি আসতে কিগো পারতে,
এক বারই মেরেছ না হয় আরেকটি বার মারতে।

                    --------*******---------
তারিখঃ২২/০৬/২০২১ ইং
সময়ঃ১২ঃ০০ ঘটিকা/মাওয়া