"মেঘে ঢাকা চাঁদ"
         বর্ণ
তারিখঃ১২/০৫/২০২১ ইং
সময়ঃ০৩ঃ৩০ ঘটিকা

আমার একটা আমি ছিলো কভু,
যেটা তুমি তোমার করে নিলে-
সেই আমিটাই, প্রেমেরই প্রতিভূ,
তারে তুমি বধলে তিলে তিলে।

তুমি ছিলে বেশ, মেঘে ঢাকা চাঁদ,
আমিও ছিলাম শুভ্র চাঁদের আভা-
কেমন করে ফেললে প্রেমের ফাঁদ,
জ্বালিয়ে দিলে মেকি অচির প্রভা।

তোমার প্রভায় হলেম অনুজ্জ্বল,
তখন তুমিই  নিবিয়ে দিলে আলো-
আমার হৃদয় হলো পাতাল তল,
তাও তোমারে আজো বাসি ভালো।

এখন যখন আমি তোমায় বুঁদ
চক্ষে কেবল তোমার ছায়া দেখি-
তখন তোমার একি রূপ অদ্ভুত!
সবি ছিলো ভ্রান্ত, ভ্রম আর মেকি।

আমার মনে যেন তুষার ধ্বস,
উল্কাপাতের মতো হলো পতন-
তুমি আমায় পথে ফেলে গেলে,
নতুন জামার স্টিকারের মতন।

মিথ্যে আশায় তবুও  বাধি বাসা,
চাতক পাখির মত থাকি চেয়ে-
আবার তোমার হলে ফিরে আসা,
করবো বরণ আবার নেচে-গেয়ে।

-------*****-------