(কবিতা)

"মামনী"
রেদওয়ান আহমেদ বর্ণ
তাং ১৪/০৪/২০২১
সময় : ১৫০০ ঘটিকা

আম্মু তুমি চলেই গেলে,আমাকে না বলে,
অনায়াসে নাম লেখালে জান্নাতিদের দলে।
মায়ের পায়ের নীচে যদি ছেলের স্বর্গ হয়,
আমার স্বর্গ নিয়ে ও মা রয়েছ কোথায়।

একটি বারো ভাবলে না মা, আমার হবেকি!
সাথে নিলে রাতের বেলার,আলোর জোনাকি।
আমার মনের বনে এখন,নেই জোনাকির আলো,
তোমায় ছেড়ে একলা আমি,নেইকো মোটে ভালো।

মা মা বলে ডাকি কত, তাকাও না মা ফিরে,
মনে কত ইচ্ছে ছিলো, মাগো তোমায় ঘিরে।
তোমার সাথে রিকশা করে, যাব শপিংমলে,
রোদ উঠলে মুখ লুকাবো তোমার আঁচলতলে।

তোমার মনের স্বপ্ন যত,হয়নি পূরণ আজো,
জানিনে মা কেমন লাগে দেখতে যদি সাজো।
তোমায় নিয়ে যেতাম মাগো পার্লারে,আর আমি,
আগে পিছে ঘুরে তোমার, করতাম বাঁদরামি।

পিছন থেকে জড়িয়ে ধরে,খেতাম তোমায় চুমু,
তোমার হাতের চুড়িগুলো, করবে ঝুমুঝুমু।
সেই বাজনা শুনবো মাগো, বিমোহিতের মত,
এক এক করে শুনবো তোমার,গল্প যতশত।

এখন তুমি অনেক দূরে,ওই আকাশের পরে,
ও মামনী আমি জানি আছো, তোমার ঘরে।
যেথায় গিয়ে পরে আমার,সন্ধে বাতির আলো
তোমার ছায়া আমায় এসে,রোজ বেসে যায় ভালো।

এই দুনিয়ায় সবাই আছে,নেইতো তুমি সাথে,
এখন আমার ভয় লাগেনা,বজ্রপাতের রাতে।
এখন আমায় কেউ বকেনা,চুলোর ধারে গেলে,
আর কতদিন থাকবে মাগো,আমায় একা ফেলে।

--------**---------