"মানবতার মানচিত্র"
বর্ণ
তারিখঃ১৯/০৫/২০২১ইং
সময়ঃ ০৯:২০ ঘটিকা
মানবতার মানচিত্র দেখেছি আমি,
পদ্মকলির ছেঁড়া গালে,
মৃত মানবতার এফোঁড়-ওফোঁড় রূপ,
অমানবতার অন্তরালে।
তাও যে তার হাস্যদীপ্ত,বিরল চোখ,
নির্লিপ্ত চাহনিতে ভরপুর,
সূঁচ-সুতোয় আঁকা খসড়া মৃত ম্যাপ,
বিতাড়িত ধর্ম তো বিদূর।
মানবতার কথা শুনলে হাসি পায়,
বিবেকবোধ যেন অকল্প,
মানবাধিকারের ব্যানার দেখলেই,
ভাবি,বেশ আষাঢ়ে-গল্প।
ছেঁড়া গালের হাসি দেখেছি আমি,
ওতো হাসি নয়। অর্থাৎ,
বিশ্বমানবতার গালে যেন ঠাশঠাশ,
ক্রোধান্বিত চপেটাঘাত।
সে ভুবন-ভোলানো চোখে সুপ্ত হাসি,
আগুনের মতো উষ্ণ,
খেলার ছলেই করেছে বিশ্ব নেতার,
পৌরুষ নিয়ে প্রশ্ন।
ছেঁড়া গাল,বাঁকা চোখ,পদ্মকলির,
কচি দুইটি ঠোঁটের,
তপ্ত আভাস দিচ্ছে জানান যেন,
হাজার গুপ্ত চোটের।
একদিন এই ছেঁড়া গালের মেয়ে,
যদি ফিরে আরেকবার।
তখন যদি হাতে থাকে গ্রেনেড,
কিম্বা রকেট বোমা আর-
তখন যদি তোমারও ঘরটি জ্বলে,
ভেস্তে সকল আপোষ।
সেদিন সকল বলবে কেঁদে সবই,
ঐ ছেঁড়া গালের দোষ।
সেদিন কিন্তু আমায় পাবে না'ক,
ভায়া তোমার লাশের পাশে,
লিখবো না'ক যদি সেদিন তোমার,
ঘরের শিশু এমন করে হাসে।
--------******---------