"মাছ বিভ্রম"
    বর্ণ
তারিখঃ২৩/০৪/২০২১ ইং
সময়ঃ০৮ঃ০০ ঘটিকা

সেদিন দেখি সকালবেলা,
পাশের বাড়ির খুড়োয়-
আচ্ছা করে সুঁতলি বাধেন
মাছের লেজে-মুড়োয়।

জানতে গেলে,বলেন খুড়ো,
'এই দ্যাখো এই মাছের-
কম্ম হলো আটকানো পথ
করুনা ভাইরাসের।

এইটে যদি বাধো তুমি,
নিজের নাকে মুখে-
করুনাতে আর ছোঁবেনা,
গেলো ল্যাঠা চুকে।'

পেছন থেকে খুড়ী বলেন,
'দ্যাখ দেকিনি ওরে-
মিনষেটারে এখন আমি
বোঝাই কেমন করে।

লোকে মুখে ন্যাঁকড়া বাধে,
উনি বাধেন মাছ-
তাইতে নাকি রেহাই দেবে
করুনা ভাইরাস।

এ রোগ হবে তাদের, যারা
বড় ধনে-মানে-
আমরা বড় গরীব মানুষ,
ভাইরাসে তা জানে।'

খুড়োর হাতের মাছটি হতে,
ছুটছে পঁচা বাস-
বড্ড হেথা জব্দ হলো
করোনা ভাইরাস।

---------***--------