ছড়াঃ "লক্ষীপ্যাঁচা"
ছড়াকারঃ বর্ণ
তারিখঃ২১/০৫/২০২১ইং
সময়ঃ  ০৩ঃ০০ ঘটিকা

লক্ষী প্যাঁচা,লক্ষী প্যাঁচা, লক্ষীরে,
লক্ষীটি আজ আমার কথা শোন্-
লক্ষী প্যাঁচার কৃষ্ণ  কালো চোখ,
আমায় যে রোজ করে সম্মোহন।

লক্ষী প্যাঁচার, দুইটি ডাগর  চোখ,
আমি যে তার  ভক্ত  বিষম  ওরে-
থেকে থেকে দু'চোখ আমায় যেন,
ডেকে ডেকে আরও পাগল করে।

আমার যে আজ ইচ্ছে করে বড়,
রাত বিরাতে লক্ষী প্যাঁচার মতো-
একলা  একা গাছের ডালে বসে,
সারা গায়ে মাখবো  আঁধার যত।

মাঝে মাঝে মাখবো চাঁদের  প্রভা,
মাঝে  মাঝে  বৃষ্টি  ফোঁটার  বাস-
মাঝে মাঝে  করবো কতো  কিছু,
তেরো ভাবে একলা  বারো  মাস।

কখনোও বা, একলা  একা  বসে,
হাওয়ার সাথে, কইব   কথা ওরে-
সময়ের স্রোত, কেমন করে  বহে,
কালের ঘড়ি কেমন করে  ঘোরে।

কেমন করে  চেনা  মানুষ গুলো,
দেয়াল দিয়ে  যাচ্ছে  ঢাকা পরে-
কিসের এমন,নিয়ম কবে  থেকে,
আর ফেরে না কালে কালান্তরে।

গভীর রাতে ইচ্ছে আমার বড়ই,
রাতের কাছে একটা কথা পুঁছি,
কষ্ট করে কত স্বপন আবাদ করি
কে এসে তায় করে কুচি কুচি।

আর হলোনা বীরের খেতাব নেয়া
আর হলো না শহীদ হওয়া জঙ্গে,
ইচ্ছে ছিলো লক্ষী প্যাঁচার পাখায়,
আমার নামটি লিখবো রক্ত রঙে।
---------*****--------