"কবিতাময়"
      বর্ণ
তারিখঃ০২/০৫/২০২১ইং
সময়ঃ০৩ঃ৩০ ঘটিকা

দুনিয়ার মানুষেরা, সাবধান হুশিয়ার,
শুনতে কি পাও অই, যুদ্ধের দামামার
ধ্রুম্ ধ্রুম্ শব্দ, কান ফেটে যায়-যায়,
কার আছে হিম্মত,যুদ্ধ  রুখে দেখায়।

এসেছি সংগে করে,  কবিতার বিপ্লব,
রাশি রাশি কবিতারা,হাসি-হাসি উৎসব।
কার আছে মুখ ভার,কষ্ট কি মনে তার,
কবিতার ছন্দেতে করে দেব ছারখার।

আছে যত পেটমোটা,মন ছোট,শয়তান,
বধ হবে এইবার, আছে এক বলবান-
পল্লী কবির লেখা রগচটা কবিতাটা,
যার ধারে হবে সব শয়তানে কঁচু-কাটা।

যার মুখে হাসি নাই,তার তরে সুকুমার,
রেখে গেছে এক গাদা, হাস্যের সম্ভার,
এই  বারে হাসবে সে, গদগদ হয়ে ফের,
এখানে নিশান গেড়ে,কবিতার বিজয়ের।

প্রেম আছে-প্রেম নাই,বিরহেরই যাতনায়,
যারা আজ ন্যুব্জ,  তার তরে, কবিতায়,
রাশিরাশি ভালোলাগা,রেখে গেছে সাজিয়ে,
একবার দেখ্ ভাই, রীল  খানা বাঁজিয়ে।

কবিগুরু,করে শুরু,শেষ করে গেছে তার,
সুখের ও  দুখের যত, কবিতার সম্ভার,
কতো শত কবি আছে,কার কথা বাদ দেই,
বাংলাতে কিছুতে যে কবিতার শেষ নেই।

সেই সব কবিতারা,আজ তারা দুর্বার,
ভেঙেছে লৌহদ্বার,মলাটের কারাগার।
এসেছে শপথ করে,জয় করে সংগ্রাম,
ছাড় নাই,পার নাই,কব্জাতে নিয়ে ধাম।

সকল মানুষদের, অন্তরে ঢুকে ফের,
তল্লাশী করে যত, কু গুলো করে বের,
পুড়িয়ে দিয়েই তবে,করবে জগৎ জয়,
দুনিয়াটা হবে ফের,কবিতা-কবিতাময়।

----------******-----------