কবিতাঃ "কবি"
কবিঃ বর্ণ
প্রকাশঃ ১০/০৬/২০২১ ইং
রচনা তারিখঃ ১৫/০৭/২০১২ ইং
মেধা বিকাশের কত হৈচৈ সাহিত্যেরই বনে,
সবাই শুধু বলে আহা কার কথা কে শোনে।
পদের মিলে পদ্য বানায় অর্থ পাওয়া টাফ,
ভোরের যত কাগজগুলো তা দিয়ে সয়লাব।
কসাই যদি কাব্য লিখেন ছন্দ মিলুক যতই,
রচনা তার শক্ত হবেই গরুর হাড়ের মতোই।
কবিতা তো সবাই লিখে বইয়ের পাতা ভরে,
কিন্তু ভেবে ক'জন লেখে কবির মতো করে।
কেবা লেখে সুনাম পেতে কেউবা স্বার্থ জয়,
কবি লিখেন যার সুবাদে সবার ভালোই হয়।
সবগাছে কি পুষ্প ফোটে সব মাটি কি বেলে,
মধুর আশে কুয়ায় গেলে মধু কি আর মেলে।
মিল আছে যার কথার শেষে এমন যদি হয়,
সেইটা পদের প্রতিধ্বনি পদ্য তো আর নয়।
শত পেশার কত দশা পাশ ফেল আর ফাঁকি,
কবি হতে পাশের কোন কাগজ লাগে নাকি।
নাকি কোথা ঘুষ দিয়ে কেউ কবি হতে পারে,
যে জন ভুয়া হারায় সে জন অতল গহ্বরে।
হয়নি কোথাও এই দুনিয়ায় এমন প্রতিষ্ঠান,
বইপুস্তক পড়িয়ে করে সাহিত্য জ্ঞান দান।
তাই বলি সব ভুয়াকবি সজাগ হওয়া ভালো,
কবিলেখক হলেন বাতি সাহিত্য যার আলো।
তাদের পথের ভীড় জমালে কাঁদবে নিরন্তর,
ক্ষনের তরে ভাসবে বাপু ডুববে খানিক পর।
আসল কবি যারা তারা সারাটা পথ যাবেন,
স্বার্থ লয়ে নয় সে কবি পরকে নিয়ে ভাবেন।
--------*********---------