আমার পেটে ভাতের ক্ষুধা তোমরা দিলে ফুল,
হায় রে সাধের মানব সমাজ হায় রে সভ্যকুল।

ফুলে কি ভাই ক্ষুধা মেটে ফুল কি খাওয়া যায়,
রোজ আমারে কামড়ে মারেই রাক্ষুসে ক্ষুধায়।

রাজপথে আজ বিরান ফাঁকা শূন্য খেলার মাঠ,
পথের রাজা চিত হয়ে শোয় গুনতে কড়ি কাঠ।

কি এক অসুখ ধরলো মানুষ মরছে সারে সার,
সেই অসুখের ভয়েতে কেউ হয় না ঘরের বার।

কদিন থেকেই বন্ধ কামাই হয়'না মোটেই আয়,
মেট্রোরেলের মত দিন আজ, ঠেলার মত যায়।

আমার ভ্যানের জং ধরেছে তোমার মনের রঙ,
ক্ষুধার চোটেই দেখছি সকল বেঢপ জবড়জং।

আমি ছুঁলাম ভাতের আশে তোমাদের ঐ দোর,
রকম সকম দেখে আমার কাটলে মনের ঘোর।

আমার গলায় ফুলের মালা দিলে যে জন ভাই,
ভালোবাসায় পেট ভরে না তাও কি জানা নাই।

সুযোগ বুঝেই করছো দারুণ পাবলিসিটি আহ!
হায় রে আমার প্রাণের প্রাণী মানুষ হলেই নাহ!

আমার ঘরের কাঁদছে শিশু তোমরা ধরো ভেক,
ফুলের বদল দাও আমারে ক'টি শুকনো কেক।

------------********-------------
স্বরবৃত্ত ছন্দ(৪+৪+৪+১)
তারিখঃ৩০/০৮/২০২১ইং
সময়ঃ ১০:০০ঘটিকা/বিন্যাকুড়ি