"ক্ষমা"
বর্ণ
তারিখঃ০৬/০৫/২০২১ইং
সময়ঃ১২:০০ ঘটিকা
আমার প্রানের প্রিয়তমা,আমি তোমারে করেছি ক্ষমা,
যত দুখ তুমি, দিয়েছ মোরে,
সকলি ঢেলেছি অথৈ সায়রে,
এতদিনে এই চোখের অগোচরে,যা ছিলো মরমে জমা,
আমার প্রানের প্রিয়তমা,আমি তোমারে করেছি ক্ষমা।
করেছি তোমারে ক্ষমা,তোমার স্মৃতিরে করেছি দাহ,
নয়নে জলেরই লহরী অবার,
যা ছিলো তোমার শেষ উপহার,
অঞ্জলিতে তা চুলোয় দিয়েছি,বলেছি, 'করো যা চাহ',
করেছি তোমারে ক্ষমা,তোমার স্মৃতিরে করেছি দাহ।
রয়েছে কেবল একপেশে প্রেম,কিঞ্চিত জানাশোনা,
জানি তুমি আর আমার বক্ষে,
কিংবা আমার হৃদয় কক্ষে,
টিপিয়া দুই পা আর কোনোদিন, করিবেনা আনাগোনা,
শুধুই রয়েছে একপেশে প্রেম আর,কিঞ্চিত জানাশোনা।
ভালোবাসাটুকু প্রদীপের মত মিটমিট করে জ্বলে,
ছুটে গেছে মোহ,মন ভরা দ্রোহ,
চাই না তোমার, হতে গলগ্রহ,
তবুও তোমারে রেখেছি হৃদয়ে,গভীরে সবচে তলে,
ভালোবাসাটুকু প্রদীপের মত মিটমিট করে জ্বলে।
-----------********------------