লিখছি আমার ত্যাড়া বাঁকা বেজাত ছন্দ গুলি,
ছবি আঁকা শুকনো রং আর ক্ষয়ে যাওয়া তুলি।

এইটুকু মোর সঞ্চিত ধন তোমায় আকার দিতে,
আর কিছুই নেই দেবার আমার রিক্ত পৃথিবীতে।

হন্যে হয়ে খুঁজি তোমায় আমার মনের কালোয়,
মধ্যরাত এ হঠাৎ জেগে সিগারেট এর আলোয়।

এতই খুঁজি পাই না তোমায় একটি জনম ভরে,
কালোয় কালোয় হারিয়ে গেছ কালে কালান্তরে।

তোমার রোপা কৃষ্ণ গোলাপ ফুলের চারা আজি,
হাজার দৈন্য টপকে শেষে মাত করে ফের বাজি।

চারিদিকে উজাল দিনের অমল আলোক মালা,
গোলাপ শাখে দোলে গোলাপ নিশীথ কৃষ্ণ কালা।

কালশিটে এক দাগ পড়েছে ফুলের যত বোঁটায়,
দীপ নিভেছে কৃষ্ণ চোখের কালো অশ্রু ফোটায়।

যেই পথ দিয়ে হারিয়ে গেছো তাহার ধুলো বালি,
আমার সাদা মনের খাতায় রোজই ছিটায় কালি।

তোমার ছবিই আঁকতে গিয়ে আঁকছি আঁকিবুঁকি,
একলা বিফল মনে আমার মারছে অতীত উঁকি।

কালের আমিই দাঁড়িয়ে আছি একলা তুমি হারা,
আমার কালো দূর হবে না আগম তোমায় ছাড়া।

       ----------*******----------
তারিখঃ ১৪/০৬/২০২১ ইং
সময়ঃ  ০০:৩০ ঘটিকা/মাওয়া