"কবিতা"
   বর্ণ
তারিখঃ১৫/০৫/২০২১ ইং
সময়ঃ০১: ২০ ঘটিকা

কবিতা  তুমি ভালোই থেকো,
কষ্টরা সব আমার কাছেই থাক,
মাঝে মাঝে,আমার ছবি এঁকো,
যদি মেলে একটু কাজের ফাঁক।

যদিও  মেলে একটুকু বিরতি,
স্বামীর ঘরে একটু সময় পেলে,
জাবর কেটো যত পোড়া স্মৃতি,
একটুখানি বিরাম যদি মেলে।

না হয়  তুমি,  আমায় যেও ভুলে,
ছিড়ে ফেলো ডায়েরি ক'টার পাতা,
জবার কুসুম গেথো না আর চুলে,
খুঁজে নিও এক, নতুন অভয়দাতা।

আমি না হয়,একলা গেলাম থেকে,
নিভিয়ে দিয়ে সকল আশার আলো,
আমার ওপর বিষাদ বসুক জেঁকে,
সেসব তুমি যাও ভুলে,তাও ভালো।

আমায় তুমি রেখ না আর মনে,
আমার ছবি পুড়িয়ে ফেলে সব,
নাম নিও না,  ক্ষণে - অনুক্ষণে,
করবো না আর কোনো উপদ্রব।

--------******--------