কবিতা কি শুধুই কবির ভাবুক মনের ভাব,
শুধু কি তা ঘোচায় পাঠক মনের অভিশাপ।
শুধু কবি লিখেন কি তার কল্পনা সব মনের,
কবিতা কি হয়না কভু আয়না কোন জনের।
সত্য কিছু গুপ্ত কথা রয় না কি তার ভেতর,
ঢেকে কিছুই রাখে না কি ছন্দ মালার চাদর।
আমার চোখে কবিতার তো দেখি ভিন্ন ধারা,
সব কবিতাই হুড়মুড়িয়ে আমায় করে তাড়া।
এক কবিতার জীবন্ত এক প্রশ্ন বোধক চিহ্ন,
বিবেকবোধের সুরতহালে করে আমায় ছিন্ন।
আরেকটি'ত ভালোবাসায় বাড়িয়ে দুটি বাহু,
এক কবিতায় অন্তঃকরণ গ্রাস করেছে রাহু।
অনিন্দ্যরূপ কবি'ত চুপ হয়নি কোথা লেখা,
অলেখা সে কবিতাটির যায়নি পাওয়া দেখা।
সেই অলেখা কবিতাটা কবিতা এক হবে না?
সে কবিতায় কবি তবে মনের কথা কবে না।
সব কবিতা কেবলি কি কাব্য বলে গণ্য হয়,
কিছু কিছু কবিতা কি হৃদ পিণ্ডের রক্ত নয়।
--------*********-----------
তারিখঃ১৮/০৬/২০২১
সময়ঃ০৩:০০ঘটিকা/মাওয়া