সেই জোছনা পাইনে খুঁজে আজ!
চাঁদটা কোথায় উধাও যেন,জানিনে সে কোথায় কেন,
আপন আলোর প্রেম হারিয়ে শেষে-
টিপছে নিজের টুঁটি-
তোমার আমার প্রেমের কেবল একটি মাত্র সাক্ষী,
তাও নিয়েছে ছুটি।
এখন যে চাঁদ দেখো!
এ চাঁদ তখন চাঁদই ছিলো নাকো।
আজ!
গাছের সাথে পুবের হাওয়ার নেইকো ওঠাবসা,
সবকিছু আজ কেমন যেন রাবার ঘষা ঘষা।
দিন বদলের হাওয়ার সাথে বদলে গেছে সবই,
তোমাকেও কেমন যেন নূতনতর লাগে!
মনের ঘরের চুনসুরকি খসে খসে পড়ে,
ভালোবাসার জোয়ার ভাটা কখন গেছে সরে!
নিষাদ বিষাদ খাচ্ছে আমায় একটু করে করে।
জানিনে আর বাঁচবো কদিন ধরে।
তাইতো আজি হলো চমৎকার,
তোমার কথাই রইলো না হয়-
আমার হলো হার।
মরছি না তাও মরার হাতে খাচ্ছি রোজই মার।
ওগো শুনছো?
তোমার কথাই থাক,
তোমারি হোক জয়-
কাটুক আমার মনের ঘরের ধ্বসে পড়ার ভয়।
মিটুক তোমার আশার ধারা,
আসুক নেমে আমিই ছাড়া,
সকল প্রিয় মানুষ-
ভাসুক তোমার সুখের জাহাজ,
পুড়ুক আমার মন ও মেজাজ,
যেমন করে পোড়ে কিছু আগুন ধরা ফানুস।
------------********------------
তারিখঃ২৪/০৭/২০২১ইং
সময়ঃ১০:০০ঘটিকা/মাওয়া