"জবাব"
বর্ণ
তারিখঃ১৭/০৫/২০২১ইং
সময়ঃ০৫ঃ২০ ঘটিকা
যে দেশে হায়না গুলো, অস্ত্র হাতে মানুষ মারে,
সেখানে মানুষ কিরে,কুত্তা-বিড়াল থাকবে নারে।
ওরা কি মানুষ? নাকি মানুষরূপী হিংস্র প্রাণী!
রোজ রোজ যাচ্ছে করে মানবতার অঙ্গহানি।
যে লোকে সমর্থ নয়,একটি দেহের জীবন দিতে,
সে ব্যাটা কোন সাহসে নিচ্ছে জীবন ,পৃথিবীতে।
আহারে বুলেট,গোলা,আগুন জ্বলা,ধ্বসের ধুলো,
কাতারে কাতরে মরে,মহিলা আর বাচ্চা গুলো।
ধর্ম তো শান্তির আধার, সবাই জানি, সবাই বলি,
তবে কেন ধর্ম নিয়ে,এমন করে খুনাখুনি, দলাদলি।
আল্লাহ যে দেশ দিয়েছেন,সেই দেশে কি মন ভরে না,
অন্যের মাটি নিতে,হচ্ছে সেথা,রক্তখেকোর পূজার্চনা।
শিশুগুলি মরছে সেথায়,সারে সারে অবলা নারী,
হিংসার ক্রোধের কাছে, বিশ্ব বিবেক গেছে হারি।
কি দেবে জবাব ওরে বিশ্ববাসী,উন্নত মন,সভ্য সমাজ,
আজ তবে চলছে হেথা, মানুষ নাকি ইবলিশি রাজ।
বিবেকের কাঠগড়াতে দাঁড়িয়ে নিজেই জবাব খুঁজে,
যদি মন তাও না কাঁদে,বেশ তো থাকো দুচোখ বুজে।
--------******--------