কবিতাঃ  "ঈর্ষার ফল"
   কবিঃ     বর্ণ

তারিখঃ  ০২/০৬/২০২১ ইং
  সময়ঃ ২৩:৩০ ঘটিকা

বণিক বাড়ির আস্তাবলে  চারটি বিশাল ঘোড়া
তিনটা তাতে বেশ বলবান আরেকটা'ত খোঁড়া।

রোজ সকালে ঘোড়ার পিঠে পণ্য টানে বনিক,
থেকে থেকেই পিঠে পড়ে চাবুক নামের টনিক।

সারাটা দিন ওজন টানে যায় না কোথাও বসা,
এক নাগাড়েই পণ্য টেনে ঘোড়ার কাহিল দশা।

আরেক দিকে খোঁড়া ঘোড়া আস্তাবলেই থেকে,
কাজ না করে বসে খেয়েই যাচ্ছে কেমন বেঁকে।

খোঁড়া ঘোড়ায় কাজ করে না  হিংসুটেরা ভাবে,
তবে কেন  খাওয়ার বেলায় সমান সমান পাবে।

খোঁড়া ঘোড়ার পায়ে বনিক নিত্য প্রলেপ মাখে,
বাকি তিনটি হিংসে ঘোড়া জ্বলে ঈর্ষার আগ'এ।

একদা তাই সকাল সকাল তিন বদমাশ ঘোড়া,
ফন্দি আঁটে ভেক ধরে সব হঠাৎ করেই খোঁড়া।

বণিক মশাই পড়েন বেজায় বিড়ম্বনার খন্দকে,
পরের দিনে চারটি ঘোড়া বেঁচে দিলেন নন্দকে।

নন্দর আছে তেলেরঘানি ব্যবসাতে খাচ্ছে মার,
একটি শুধুই ঘোড়া আছে সেও বড় হাড্ডিসার।

তাইতো ভীষণ সরস মনে নন্দ সেদিন বনিকের,
চারটি ঘোড়া খরিদ করে ফিরল মনে খুশি ঢের।

কিন্তু ঘোড়ার পুড়লো কপাল নতুন মালিকে যে,
সকাল বিকাল টানায় ঘানি আবার ঘষে মেজে।

সপ্তা খানেক পার না হতেই টেনে তেলের ঘানি,
ঘোড়ার কাধে গড়িয়ে পড়ে ফোস্কা ফেটে পানি।

অবোধ ঘোড়া কেঁদে-কেঁদে ভাসে চোখের জলে,
সুখের ঘরেই আগুন জ্বেলে  হিংসা করার ফলে।

           ----------*********----------