ছড়ার নামঃ  "গরম"
ছড়াকারঃ    বর্ণ

তারিখঃ ২৬/০৫/২০২১ ইং
সময়ঃ ১২:১০ ঘটিকা

এমন গরম লাগছে বাপু,
দিচ্ছে গায়ে হানা,
দুধ দোয়ানোর অল্প পরে-
যাচ্ছে বনে ছানা।

কুকুরগুলো জিভ ঝুলিয়ে,
করছে হাপিত্যেশ,
নতুন কনের ভাগ্যেতে নেই,
বিড়ম্বনার   শেষ।

কাঠালেতে পাক ধরেছে,
আমের গাছে আম,
তলায় বসে,বামনী বুড়ী-
মুছ্ছে বুড়োর ঘাম।

এমন দিনে প্রাণের  বায়ু,
পায়না তরী পালে,
সূর্যটা ঠিক মাথার পরে-
গরম সীসা ঢালে।

ভরদুপুরে মগজ শুকোয়,
রোদের দাবদাহে,
সুর ভুলে যায় গায়ক পাখি-
উল্টা সিধা গাহে।

গায়ের কৃষক আলের পরে,
মাথালখানি থুয়ে,
মুছ্ছে যে ঘাম,পড়ছে তাও-
চোয়াল দুটি চুঁয়ে।

চুলোর পাড়ে  কৃষাণী বউ,
দরদরিয়ে ঘামে,
তাপের চোটে বনের হাতি-
ঢুকছে এসে গ্রামে।

সবাই তাকায় গগন পানে,
কিন্তু  আহা একি!
সারা আকাশ ফাঁকা-ফাঁকা
বৃক্ষ তো না দেখি।

চারিপাশে  সভ্যতা আর ,
উন্নয়নের  ফাঁদে,
বন্দী হয়ে শীতল বাতাস-
ডুকরে যেন কাঁদে।

দিনে দিনে উঠছে দালান,
গাছের হিসেব শূন্য,
গাছ লাগালে বাঁচবে সবে-
জমবে সাথে পুণ্য।

------****------