ঝড়ের মতোই এলে তুমি শুষ্ক এলোকেশে,
ভুবনেরে ভুলিয়ে দিলে মুচকি হেসে হেসে।
এই হৃদয়ের নাও ভাসালে গানেরই গঙ্গায়,
হৃদয় আমার উঠলো দুলে সুরের মূর্ছনায়।
তুমি যখন সুর দিয়েছ আমার লেখা গানে,
তাল দিয়েছ লয় দিয়েছ গানেরো যৌবনে।
তখন আমি ভেসে বেড়াই সুরের ও ধারায়,
আহা কি সুর!আহা কি গান!মরি হায় হায়!
হঠাৎ তুমি সুর থামালে থামিয়ে দিলে গান,
বেসুরো সে অসুর হয়ে থেতলে দিলে প্রাণ।
তুমিই যখন দিলে শেষে ঘাতের পরে ঘাত,
সাহস করে হয়নি আমার করাই প্রতিবাদ।
বিভোর হয়ে চেয়ে রহি কি ভোর আজি হে,
ভোরের বেলা নাই'ক রবি পূবের আকাশে।
তুমি ছাড়াই বইছে সময় একলা রয়ে-রয়ে,
একলা পুরো জীবন কাটে কষ্ট সয়ে-সয়ে।
-------*******--------
তারিখঃ ২৬/০৬/২০২১ ইং
সময়ঃ১২:০০/মাওয়া