"ফেরি"
বর্ণ
তারিখঃ১৩/০৫/২০২১ইং
সময়০৫ঃ০০ ঘটিকা
এ কেমন তরো ঈদ,হাহ্!
কেমন ঈদের সুখ!
এবার ঈদে দেখতে হলো
পাঁচটি লাশের মুখ।
আপন ঘরে ফেরার তরে,
সরল মানুষ গুলি,
ফেরির ওপর উঠতে গেলো,
রশির পরে ঝুলি।
লঞ্চ চলে না,বোট চলে না,
ট্রলার চলে চুপে,
অগত্যা সব ভিরলো ফেরি,
নামের মৃত্যুকূপে।
মাঝ নদীতে ফেরির বুকে,
সবার বেহাল দশা,
বাতাস বন্ধ, গায়ের গন্ধ,
শরীর সবার কষা।
মানুষগুলো পিষছে যেন,
ডালের মত যাঁতায়,
সুস্থ যারা ঢালছে পানি,
রুগ্ন লোকের মাথায়।
ঈদের হাসি এ দেশবাসী,
হাসবে কি এই ঈদে,
যাদের ঘরের প্রিয় মুখটি,
আজ না ভাঙা নিদে্।
ও খোদা হায়!কে নেবে দায়,
এমন নগ্ন ভ্রমের,
এর মুখে ও ছিটায় কালি,
ভ্রান্ত কার্যক্রমের।
----***----