(কবিতা)
"ধর্ষকদের ধর্ম"
বর্ণ
তাং ১৬/০৪/২০২১ইং
সময়ঃ১৩৪০ ঘটিকা
সেদিন হঠাত শুনতে পেলাম,আমার ক্ষেতের পাশে,
হাজার মাছি করছে মেলা,একটি মেয়ের লাশে,
গেলাম ছুটে লাশ দেখতে,পড়ি কি মরি করে,
সেথায় দেখি গাঁও ভেঙ্গেছে, আমিই সবার পরে।
আমায় দেখে লোকগুলো সব,'আইলি ওরে ছোরা,
তর ক্ষ্যাতের অই আলের পরে,দ্যাখগে যা তুই মরা।'
আলের পরে চোখ ফেলতেই,আমার হলো যে কি,
চারদিকে এই ভরদুপুরে, আঁধার আঁধার দেখি।
ছোট্ট মে'টা, ও যে আমার পাশের বাড়ির পুটি,
বয়স কেবল দশ কি বারো,হয়না চুলের ঝুটি।
পুটির বাবা বাদাম বেচে, হাই স্কুলের গেটে,
দিন শেষে যা হয় রোজগার, তাই সকলের পেটে।
পুলিশ এলো,লাশ দেখলো,পুটি হলো ঘেরা,
'সবার আগে কে দেখেছে'নিয়ম মাফিক জেরা।
'কার জমিতে লাশ পরেছে?' সামনে গেলাম আমি,
ট্যারা চোখে চাইলো পুলিশ, 'এইটে তোমার জমি।'
'দেখেই আমি বোধ করেছি,রেপ হয়েছে রেপ,
আশেপাশে চিহ্ন আছে,জোর অঙ্গবিক্ষেপ।'
পুলিশ বাবু বলেই গেলেন,'তিন-চারজন মিলে,
পালা করে রেপ করেছে,মারছে তিলে তিলে।'
ছোট্ট পুটির জীবন গেল,হায়রে আহা হা!
খবর শুনেই মূর্ছা গেছে,পুটির বাপ ও মা।
'লাশের এপাড় হিঁদূর পাড়া,ওপাড় মুসলমানে,
কে করেছে এমন কম্ম,কেউ কি কিছু জানে।'
পুলিশ বাবুর,এই কথাতে, সত্তুরের এক বুড়ো,
আঙুল তুলে সামনে এসে কাঁপছে থরথর।
'কি কন মোশাই,মাপ করবেন,হয় যদি গোস্তাকি,
ধর্ষকদের আবার কোনো,ধর্ম আছে নাকি।'
'ওদের ধর্ম,পশুর ধর্ম,তফাত কোনও আছে,
মা-বোন আর কন্যা সবই,একই ওদের কাছে।'
এইযে দেখেন, ফুলের মতো,ফুটফুটে এই মে'টি,
পিশাচের দল কেমন করে,মাইল্লো টিপে টুটি।
'ওদের কোনো ধর্ম ত নাই,নাইকো কোনো জাতও,
ওদের বিচার করবে মাবুদ, ওনার সময় মতো।'
----------*-----*-----------