"চেতন"
বর্ণ
তারিখঃ০৮/০৫/২০২১ইং
দময়ঃ১২ঃ৩০ ঘটিকা
ওরা, যারা এসিড মারে,
শুচিস্মিতার মুখে,
দগ্ধ করে মুখটি তাদের,
ওড়ার গতি রুখে।
তাদের আমি করছি চেতন,
'জাগো সকল মিলে,
কেমন হবে ঢাললে লবণ
চামড়াখানি ছিলে।'
কিংবা যদি ধরো,ও ভাই
একটু করো ফিল,
তোমাতে আর হায়নাতে কি,
পাচ্ছো খুঁজে মিল।
চুলোর ভেতর গুঁজে যদি -
আগুন ধরাই হাতে,
মরবেও না, বাঁচবেও না
কেমন হবে তাতে?
কিম্বা যদি পা কেটে নেই,
কিম্বা কাটি কান,
গলায় যদি রড ঢুকিয়ে -
জোরসে মারি টান।
কিম্বা ধরো হাত পা কেটে
গলা কেটে শেষে,
তোমায় ধরে পাঠিয়ে দিলাম
আর না ফেরার দেশে।
তখন তোমার লাগবে কেমন-
বাপু,বলো ভেবে,
বাপের জন্মে আর কখনো
এসিড হাতে নেবে?
------****------