কবিতাঃ "বিসর্জন"
    কবিঃ   বর্ণ

তারিখঃ ০৪/০৬/২০২১ইং
সময়ঃ ২২:০০ ঘটিকা

তোমার আমার ভালোবাসার কুপির শলতেখানিতে,
ভিজেই  জবু থবু তোমার আমার  চোখের পানিতে।

তাই'ত আগুন আর জ্বলেনা মনের ভেতর অন্ধকার,
তোমার আমার ভালোবাসায় ফাটল ধরে বারংবার।

তুমি বরং খুঁজতে পারো আমার চাইতে অধিক সুখে,
যেজন ওগো রাখবে বেশি ভালোবেসে আগলে বুকে।

এতই যদি ভালোবাসি কেনইবা ফের পারবো নাকো,
ছাড়তে তোমায় তুমি যদি আমি ছাড়া ভালো থাকো।

আমার এ প্রেম ভালোবাসা অজাত বেজাত অগণ্য,
আমার আকাশ বোধহয় ছিলো তোমার জন্য নগন্য।

দিনু সখি উড়িয়ে তোমায় নিজের ইচ্ছে মতো উড়ো,
আজি তবো নেইক বাধা ঐ আকাশটা তোমার পুরো।

আমার আকাশ থাকুক আমার তুমি থাকো সুদূরে,
ভালোবাসার চারাটি মোর যাক পঁচে এই অংকুরে।

আমি নাহয় গুটিয়ে নিলাম তোমার তরে বাড়া হাত,
তোমার সুখের জন্য  আমার  সুখটি করে ধূলিস্যাৎ।

একা নাহয় থাকব বেঁচে তোমার ফেরার অপেক্ষাতে,
হাজার স্বপ্ন দেখে দেখে ফিরবো নাহয় খালিই হাতে।

জীবনব্যাপী রাখবো সুখে তোমায় সখি আমার পন,
তোমায় ভালো রাখার তরে দিলাম তোমায় বিসর্জন।

                 -------*******--------