আমার সকল বিনাশ দুটি ডাগর চোখের আড়ে,
প্রেমের শরাব পান করেছি আঁজলা ভরে ভরে।
লোকের কথার ধার ধারি নাই মন্দ বলে বলুক,
বিচার করে পায়ের তলে দললে আমায় দলুক।
কত ঘাটের জল খেয়েছি তাও বেসেছি ভালো,
মানুষ আমি হয়তো খারাপ মনটা সাদা কালো।
সাদা কালো মনে যে বার লাগলো রঙের ছটা,
সে বার তোমার বরণ হলো বেশ তো করে ঘটা।
আমার মনের কোণে কোণে নাঙ্গা দুইটি পায়ে,
হেঁটে হেঁটেই করলে চারণ ভালো বাসার দায়ে।
চোখ ধাঁধালো আলোর ঝিলিক হঠাৎ ঝলমল,
নাঙ্গা পায়ের আলতো ছোঁয়া হৃদয় হরিৎ হলো।
আমার মনের কাশের বনে চড়ুই পাখির বাসায়,
দুই জোড়া চোখ পথ চেয়ে রয় অনন্ত প্রত্যাশায়।
সেই যে গেলে আর এলে না আমার মনের পরে,
তোমার হাঁটার রাস্তা যে আজ ঘাসের তলে মরে।
আজও তোমার আসন খানি তেমনি পাতা আছে,
হেথায় হোথায় খুঁজি তোমায় পাইনে ধারে কাছে।
মনের নদীর পাড় ভেঙ্গে যায় তাও মেনেছি হেসে।
সকল বিনাশ আমার তবো দীঘল কালো কেশে।
আজকে না হয় হোক না যা হয় নাইবা পরিত্রাহি,
তোমার হাতেই আমার বিনাশ লাগবে হৃদয়গ্রাহী।
-----------****------------
অক্ষরবৃত্ত-৪+৪+৪+২(অপূর্ণ পর্ব)=১৪
তারিখঃ ০৮/০৭/২০২১ইং
সময়ঃ১২:০০ ঘটিকা/মাওয়া